✳️স্বপ্নযাত্রাঃ ০৯

৩৬০ আউলিয়ার দেশ নামে খ্যাত, পূণ্যভূমি সিলেটের বিয়ানীবাজার উপজেলার স্মার্ট ছেলে আমাদের পায়েল মাক্সুদ! সিলেটের আর দশ জন যুবকের মত তারও স্বপ্ন দেশের বাইরে ক্যারিয়ার গড়বে। প্রথমে ইউরোপ যেতে চাইলেও আমাদের CEO স্যারের কাছ থেকে কানাডার সুযোগ সুবিধা এবং দ্রুত PR পাবার সম্ভবনার কথা শুনে পরিকল্পনা চেঞ্জ করে কানাডায় অ্যাপ্লাই করেন পায়েল। এরপরের গল্পটা শুধুই স্বপ্নপূরণের! মাত্র ২১ দিনের মাথায় ভিসা পেয়ে কানাডাগামী বিমান ধরেছেন পায়েল। আমাদের CEO স্যারের এই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত কানাডার মাটিতে পায়েল মাক্সুদকে স্মার্ট ক্যারিয়ার গড়তে সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করি! পায়েল আপনার জন্য শুভকামনা।