স্বপ্নযাত্রাঃ ০৭

ওসমান গনি অপি, আপাদমস্তক একজন ভদ্র মানুষ! সবসময়ই হাসি খুশী থাকতে পছন্দ করেন। জন্মসূত্রে বাংলাদেশী হলেও বাবার চাকরিসূত্রে বেড়ে উঠেছেন সুদূর ওমানের রাজধানী মাসকাটে। সেখানেই বাংলাদেশীদের দ্বারা পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শেষ করে ওমানের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু মেধাবী ওসমান চাননি নিজেকে একটি গণ্ডীর মধ্যে আটকে রাখতে। বিশ্বায়নের এই যুগে বিশ্বমানের লেখাপড়ার কোন বিকল্প নাই, একথা সদ্য কৈশোর পেরোনো ওসমান অনুধাবন করতে পেরেছিলেন। তাই, কানাডায় অবস্থানরত কলেজের সিনিয়র বড়ভাই জাফরের পরামর্শে ওমান বাংলাদেশে চলে এসে গ্রে-লাইট এডুকেয়ারের CEO স্যারের সাথে দেখা করে ফাইল ওপেনিং করেন। এরপর বাকিটা ইতিহাস! কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে সকল প্রসেসিং আমাদের মাধ্যমে সম্পন্ন করে এখন Toronto Metropolitan University-তে Bachelor in Computer Science-এ অধ্যয়নরত আছেন ওসমান গনি অপি। বাংলাদেশের এই মেধাবী তরুণ নিজেকে একজন বিশ্বমানের কম্পিউটার প্রোগ্রামার হিসেবে গড়ে তুলুন, স্বপ্ন সফল হোক তার পরিবারের, বিদেশের মাটিতে বাংলাদেশীদের সুনাম আরও বেশী করে ছড়িয়ে যাক এই শুভকামনা থাকলো গ্রে-লাইট পরিবারের পক্ষ থেকে। ✳️Note: ওসমান গনি অপির কলেজের ২ ব্যাচ সিনিয়র জাফর করোনা মহামারীর আগেই গ্রে-লাইটের মাধ্যমে ভিসা প্রসেসিং করেই কানাডা গমন করেছিলেন। ইয়র্কভিল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রী কমপ্লিট করে এখন জব ভিসায় টরেন্টোতে কর্মরত আছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কেন UK-তে পড়তে যাবেন?

অভিনন্দন !

স্বপ্নযাত্রাঃ ০৪