পোস্টগুলি

মার্চ, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

স্বপ্নযাত্রাঃ ০৩

ছবি
উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জের কালিয়া কান্দাপাড়া গ্রামের সন্তান মোস্তাকিম কবির (দিগন্ত)। ২০২২ সালে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচ এস সি পাশ করেই চলে আসেন ঢাকায়। গ্রে-লাইট এডুকেয়ারের শিক্ষকদের তত্ত্বাবধানে মাত্র ২ মাসেই IELTS শেষ করে ফেলেন! এরপর আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের সহায়তায় যুক্তরাষ্ট্রের Ashland University থেকে অফার লেটার পেয়ে যান। আমাদের মাধ্যমেই ভিসা প্রসেসিং করে দিগন্ত এখন অবস্থান করছেন তার স্বপ্নের দেশ আমেরিকায়! গ্রে-লাইট পরিবার মোস্তাকিম কবির দিগন্তের এই স্বপ্নযাত্রায় তার পাশে থাকতে পেরে গর্বিত।

স্বপ্নযাত্রাঃ ০২

ছবি
জনাব মাহমুদুল হাসান (দর্পণ) পেশায় একজন চিকিৎসক। ঢাকার ফরাজি হসপিটালে দীর্ঘ দিন কর্মরত ছিলেন একজন সিনিয়র ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার হিসেবে। বেশ সফলতার সঙ্গেই নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন, কিন্তু স্বপ্নতো অনেক বড়! তাই উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাতে চাইলেন সুদূর বিলেতে, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো IELTS! তাই ২০২২ সালের মাঝামাঝি গ্রে-লাইটের IELTS কোর্সে ভর্তি হয়ে গেলেন। এরপর দ্রুততম সময়ে IELTS কোর্স শেষ করে উচ্চতর ডিগ্রী নিতে এখন লন্ডনে অবস্থান করেছেন। ডাক্তার মাহমুদুল হাসান (দর্পণ) অদূর ভবিষ্যতে একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে বাংলাদেশের মানুষের সেবা করার স্বপ্ন দেখেন। গ্রে-লাইট পরিবার ডাক্তার দর্পণের এই স্বপ্নযাত্রায় তার পাশে থাকতে পেরে গর্বিত।