স্বপ্নযাত্রাঃ ০২

জনাব মাহমুদুল হাসান (দর্পণ) পেশায় একজন চিকিৎসক। ঢাকার ফরাজি হসপিটালে দীর্ঘ দিন কর্মরত ছিলেন একজন সিনিয়র ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার হিসেবে। বেশ সফলতার সঙ্গেই নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন, কিন্তু স্বপ্নতো অনেক বড়! তাই উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাতে চাইলেন সুদূর বিলেতে, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো IELTS! তাই ২০২২ সালের মাঝামাঝি গ্রে-লাইটের IELTS কোর্সে ভর্তি হয়ে গেলেন। এরপর দ্রুততম সময়ে IELTS কোর্স শেষ করে উচ্চতর ডিগ্রী নিতে এখন লন্ডনে অবস্থান করেছেন। ডাক্তার মাহমুদুল হাসান (দর্পণ) অদূর ভবিষ্যতে একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে বাংলাদেশের মানুষের সেবা করার স্বপ্ন দেখেন। গ্রে-লাইট পরিবার ডাক্তার দর্পণের এই স্বপ্নযাত্রায় তার পাশে থাকতে পেরে গর্বিত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বপ্নযাত্রাঃ ০৪

স্বপ্নযাত্রাঃ ০৫

কেন উচ্চশিক্ষার জন্য কানাডায় যাবেন?