কেন UK-তে পড়তে যাবেন?

1. UK ডিগ্রী পৃথিবীর অন্যতম সেরা, যা সারা বিশ্বব্যাপী স্বীকৃত। 2. অন্যান্য ইংলিশ স্পিকিং কান্ট্রির তুলনায় ভিসা পাওয়া সহজ! 3. ভিসা প্রসেসিং করতে খুবই কম সময় লাগে, তাই স্টাডি গ্যাপ হয়ে যাবার সম্ভাবনা কম। 4. CAS লেটার চলে পাবার পর ভিসা পাবার সম্ভবনা প্রায় 100%!! (যদি সব ডকুমেন্টস সঠিক ভাবে জমা দেয়া হয়) 5. ব্যাচেলর ডিগ্রী কমপ্লিট করতে মাত্র ৩ বছর সময় লাগে। 6. মাস্টার্স ডিগ্রী কমপ্লিট করতে মাত্র ১ বছর সময় লাগে। 7. লেখাপড়া শেষ করার পর ২ বছরের ওয়ার্ক পারমিট (PSW) এক প্রকার নিশ্চিত। 8. বছরের ওয়ার্ক পারমিট শেষে Skilled Worker visa-তে UK-তে থেকে যেতে পারবেন, যা পরবর্তীতে PR হয়ে আপনার Citizen হওয়ার সুযোগ সৃষ্টি করবে।
Photo: আমাদের স্টুডেন্ট Patrick Aldrin Gomes তার স্ত্রীসহ। আমাদের মাধ্যমে ভিসা প্রসেস করে UK গিয়েছিলেন ২০২০ সালে। Master Degree শেষ করে এখন ওয়ার্ক পারমিটে UK তে অবস্থান করছেন তারা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অভিনন্দন !

স্বপ্নযাত্রাঃ ০৪