কেন উচ্চশিক্ষার জন্য কানাডায় যাবেন?

1. কানাডা এখন বিভিন্ন দেশের মানুষের কাছে বসবাসের জন্য স্বপ্নের দেশে পরিনত হয়েছে। 2. আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক কম তাই লেখাপড়া শেষ করে পার্মানেন্ট হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে ব্যাপক সুযোগ সুবিধা দেওয়া হয় কানাডায়। 3. ইংরেজী প্রধান ভাষা হওয়ায় অভিবাসী মানুষদের জন্য নতুন দেশে মানিয়ে নেয়া সহজ হয়। 4. কানাডায় মাথাপিছু গড় আয় অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি তাই ইনকামের পরিমানও বেশি হয়। 5. কানাডার আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং বেঁচে থাকার জন্য ভেজাল মুক্ত খাবার, বিশুদ্ধ পানির সরবরাহ, সুশাসন ও সামাজিক নিরাপত্তা। 6. কানাডার বিচার ব্যবস্থা স্বাধীন। নারী ওপুরুষের মধ্যে বৈষম্য অনেক কম। দেশটির যোগাযোগ ব্যবস্থা আধুনিক। 7. পৃথিবীর সব দেশেই কানাডার সার্টিফিকেট গ্রহণযোগ্য। 8. বিদেশী শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করার সুযোগ পেয়ে থাকেন, কিন্তু ২ বছরের কোর্স সম্পন্ন করলেই ফুল টাইম কাজের অনুমোদন। 9. কানাডা অনেক শিল্পপ্রতিষ্ঠান ,কফি শপ, ছোট বড় শপিংমল আছে যেখানে শিক্ষার্থীরা কাজ করতে পারে। Photo: ছবিতে আমাদের স্টুডেন্ট Sultanul Arif, গ্রে লাইটের এক্স স্টুডেন্ট। ২০১৮ সালে আমাদের মাধ্যমে প্রথমে IELTS, এবং পরবর্তীতে ভিসা প্রসেসিং করে এখন কানাডায় অবস্থান করছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কেন UK-তে পড়তে যাবেন?

অভিনন্দন !

স্বপ্নযাত্রাঃ ০৪