স্বপ্নযাত্রাঃ ০৬

ঢাকার ছেলে শাফিন আহমেদ। বেড়ে উঠেছেন এই শহরের আলো বাতাস গায়ে মেখেই! ভালো ফুটবল খেলতেন আর সময় পেলেই বন্ধুদের সঙ্গে মেতে উঠতেন আড্ডায়। এইচএসসি পাশ করে ঢাকার মধ্যে অবস্থিত পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষা দিয়ে সুযোগ মেলেনি। কিছুটা হতাশা নিয়েই শাফিন ভর্তি হয়েছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকার একটি কলেজে। কিন্তু স্বপ্ন যার আকাশ ছোঁয়ার তাকে কি আটকে রাখা যায়? শাফিন মনে প্রানে বিশ্বাস করতেন যে তার সক্ষমতা রয়েছে আরো ভালো কিছু করার, তাই মেধাবী শাফিন ভর্তি হয়ে যান IELTS প্রিপারেশন কোর্সে। যাহোক, IELTS পরীক্ষায় ভালো স্কোর করার পর শাফিন কানাডায় অবস্থানরত বন্ধু শাহিন আলম হৃদয়ের পরামর্শে গ্রে-লাইটের মাধ্যমে ভিসা প্রসেসিং করে এখন স্বপ্নের দেশ কানাডার ফ্লেমিং কলেজে অধ্যয়নরত আছেন। গ্রে-লাইট পরিবার শাফিন আহমেদের এই স্বপ্নযাত্রায় তার সহায়ক হিসেবে বিশেষ ভূমিকা পালন করতে পেরে ভীষণভাবে গর্বিত। আমরা শাফিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। Note: শাফিনের বন্ধু শাহিন আলম হৃদয় গ্রে-লাইটের মাধ্যমেই ভিসা প্রসেসিং করে ২০২১ সাল থেকেই কানাডার সেন্টেনিয়াল কলেজে অধ্যয়নরত আছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কেন UK-তে পড়তে যাবেন?

অভিনন্দন !

স্বপ্নযাত্রাঃ ০৪