স্বপ্নযাত্রাঃ ০৪

যারা ব্যাচেলর ডিগ্রী কমপ্লিট করে কোন কিছু ভালভাবে না জেনেই এদিক-ওদিক ছুটোছুটি করে মূল্যবান সময় নষ্ট করেন, তাদের জন্য ফারজানা মৌরি একজন ভালো উদাহরণ হয়ে উঠতে হতে পারেন! কিভাবে? ভিকারুননিসা নুন স্কুল ও কলেজ থেকে SSC এবং HSC কমপ্লিট করে ভর্তি হোন ঢাকার স্বনামধন্য ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে। সেখানে অধ্যয়নরত অবস্থায়ই তিনি গ্রে-লাইট এডুকেয়ারে ভর্তি হয়ে IELTS- preparation ক্লাস শুরু করেছিলেন। এর কারণ হলো মৌরি কোনভাবেই তার মূল্যবান সময় নষ্ট করতে চাননি! যাহোক, আমাদের দক্ষ ইন্সট্রাক্টরদের তত্ত্বাবধানে সফলতার সঙ্গে IELTS শেষ করেন মৌরি। এরপর ব্যাচেলর ডিগ্রী শেষ হওয়া মাত্রই আমাদের অভিজ্ঞ কন্সালট্যান্টদের সহায়তায় USA-তে ভিসা প্রসেসিং করে এখন তার স্বপ্নের শহর নিউইয়র্কে অবস্থান করছেন। ফারজানা মৌরি’র স্বপ্নযাত্রায় তার পাশে থাকতে পেরে গ্রে-লাইট পরিবার অত্যন্ত গর্বিত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কেন UK-তে পড়তে যাবেন?

অভিনন্দন !