পোস্টগুলি

আগস্ট, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অভিনন্দন !

ছবি
গ্রে লাইট এডুকেয়ারের এক্স-স্টুডেন্ট আমেনা সিদ্দিকী IELTS-এ 6.5 পেয়েছিলেন। এরপর আমাদের মাধ্যমেই ভিসা প্রসেসিং করে কানাডা গমন করেছিলেন ২০১৭ সালে। তিনি এ বছর তিনি কানাডার সেন্ট-ক্লেয়ার কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেছেন। তার এই অর্জনে গ্রে লাইট ফ্যামিলি আজ বিশেষভাবে গর্বিত। আমেনা সিদ্দিকী এখন কানাডায় permanent resident হিসেবে অবস্থান করছেন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমেনা সিদ্দিকীর স্বামী জনাব মোহাম্মাদ জাহিদুল ইসলাম (সাবেক কর্মকর্তা, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ) ২০১৮ সালে আমাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করে W1 (ওপেন ওয়ার্ক পারমিট) কানাডা গমন করেন।