পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

স্বপ্নযাত্রাঃ ০১

ছবি
পুরান ঢাকার আলো বাতাস গায়ে মাখিয়ে বেড়ে উঠা, পরিবারের সবচেয়ে ছোট এবং আদুরে সন্তান নওয়াব হুসাইনের জন্য এই স্বপ্নযাত্রা মোটেও সহজ ছিলো না। IELTS-এ এডমিশন নেওয়ার পর প্রথম দিকে কিছুই বুঝে উঠে পারছিলেন না, এবং এর প্রধান কারণ ছিল ইংরেজি গ্রামারে দুর্বলতা! বিষয়টা অনুধাবন করে আমাদের CEO স্যার নওয়াব হুসাইনকে আমাদের স্পেশাল গ্রামার কোর্সে এডমিশন নিতে পরামর্শ দেন। সেখানে মাত্র ৮ টি ক্লাস করেই নওয়াব তার বেসিক গ্রামারের দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হোন। এরপর পুনরায় IELTS ক্লাসে যোগদান করার পর থেকেই তার পারফরমেন্সের গ্রাফ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়ে উঠে। যাহোক, IELTS-এ Band Score 6 পাওয়ার পর Gray Light-এর অভিজ্ঞ এবং দক্ষ ভিসা কনসালটেন্টদের সহায়তায় স্টাডি পারমিট পেয়ে এখন কানাডায় অবস্থান করছেন নওয়াব হুসাইন। গ্রে-লাইট পরিবার নওয়াব হুসাইনের এই স্বপ্নযাত্রায় তার পাশে থাকতে পেরে গর্বিত এবং আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।